বরগুনায় আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. মিল্টন মুন্সি (৫৩) নামে এক বাদীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকেই খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মিল্টন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার মো. শাহজাহান মুন্সির ছেলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. এম. শরীয়ত উল্লাহ এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মিল্টন মুন্সির অস্টেলিয়া প্রবাসী ভগ্নিপতি সুলতান আহম্মেদের জমি দখলের অভিযোগে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন বাদল (৫৫) এবং মো. নাসির উদ্দিন (৫৮) নামে দুজনকে অভিযুক্ত আসামি করা হয়। পরবর্তীতে থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করে আদালত। পরে সাক্ষ্য-প্রমাণে ওই অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে বাদী মিল্টন মুন্সিকে সাত দিনের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন বলেন, বাদী মিল্টন মুন্সির দায়ের করা অভিযোগের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ দিতে ব্যর্থ হলে তার অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। এ কারণে ফৌজদারী কার্যবিধির আইনের ২৫০ এর ২ ধারা অনুযায়ী বাদীকে সাত দিনের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযুক্ত দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।