ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, একজন আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সেউজগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মো. বাঁধন মিয়া (২৬) নামের এক যুবক। তিনি মালতিনগর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের সেউজগাড়ী এলাকার ইসকন মন্দির সংলগ্ন কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে খোকনের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। আহত বাঁধন মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাঁশির বলেন, ঘটনাটি সম্ভবত পূর্ববিরোধের জের ধরেই ঘটেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, একজন আহত

প্রকাশিত : ১২:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সেউজগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মো. বাঁধন মিয়া (২৬) নামের এক যুবক। তিনি মালতিনগর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের সেউজগাড়ী এলাকার ইসকন মন্দির সংলগ্ন কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে খোকনের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। আহত বাঁধন মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাঁশির বলেন, ঘটনাটি সম্ভবত পূর্ববিরোধের জের ধরেই ঘটেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।