পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৮.১০.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টায় একটি র্যালি বিএনপি’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।

এছাড়া পৃথকভাবে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বাধীন যুবদলের মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৫টায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা মুনির হোসেন-এর পক্ষে একটি র্যালি বাউফল পাবলিক মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।

ডেস্ক রিপোর্ট 























