চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ছয়তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভবন নির্মাণে ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ টাকা। নির্মাণ কাজটি যৌথভাবে পেয়েছে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং সেলটেক ইঞ্জিনিয়ার্স।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে সূত্রে জানা গেছে, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা (১ম সংশোধিত)’ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

সুপারিশে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে দি সিভিল ইঞ্জিনিয়ার্স এবং সেলটেক ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১৫৮ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ টাকায় প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির জন্য একটি ছয়তলা ভিত বিশিষ্ট ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
এই প্রকল্পের মেয়াদ ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। প্রথম সংশোধিত প্রকল্পটি একনেক থেকে অনুমোদিত হয় ২০২৩ সালের ৪ অক্টোবর। প্যাকেজের আওতায় চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সিভিল, পাম্পিং, বৈদ্যুতিক, অগ্নিনির্বাপণ ও সুরক্ষা ব্যবস্থা এবং গ্যাস সংযোগসহ ছয়তলা বিশিষ্ট একাডেমিক সার্কেল ভবন নির্মাণ হবে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) অর্জনের লক্ষ্যে মেরিটাইম বিষয়ক উচ্চতর পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এটি। পাশাপাশি এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স ডিগ্রি দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট 






















