ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

রুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্কে চ্যাম্পিয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (রুডো) প্রথমবারের মতো আয়োজন করেছে আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা ‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। ফাইনালে রাজশাহী মেডিকেল কলেজকে (রামেক) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতায় টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন রামেকের হাসিন আনজুম এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন রুয়েটের তাসমিয়া আক্তার প্রাপ্য।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল পর্ব। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রামেকের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা খানম এবং শিক্ষক কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক ড. ফারহান ইমতিয়াজ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, রাকসুর বিতর্ক সম্পাদক ও সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদকরা। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল ঢাকা পোস্ট।


এর আগে, গত শুক্রবার ও শনিবার (৭ ও ৮ নভেম্বর) অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব। এতে রাজশাহীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২টি দলের ৯৬ জন নবীন বিতার্কিক অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী মহিলা কলেজ এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাবি, রুয়েট, রামেক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকরা।

প্রতিযোগিতার কনভেনার শাহাদাত হোসাইন বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে প্রতিযোগিতা করার মাধ্যমে তাদের চিন্তাভাবনা ও বিশ্লেষণক্ষমতা আরও বিকশিত হবে। রুডো ভবিষ্যতেও এই আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাবে।

 

রুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্কে চ্যাম্পিয়ন

প্রকাশিত : ১১:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (রুডো) প্রথমবারের মতো আয়োজন করেছে আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা ‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। ফাইনালে রাজশাহী মেডিকেল কলেজকে (রামেক) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতায় টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন রামেকের হাসিন আনজুম এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন রুয়েটের তাসমিয়া আক্তার প্রাপ্য।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল পর্ব। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রামেকের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা খানম এবং শিক্ষক কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক ড. ফারহান ইমতিয়াজ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, রাকসুর বিতর্ক সম্পাদক ও সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদকরা। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল ঢাকা পোস্ট।


এর আগে, গত শুক্রবার ও শনিবার (৭ ও ৮ নভেম্বর) অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব। এতে রাজশাহীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২টি দলের ৯৬ জন নবীন বিতার্কিক অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী মহিলা কলেজ এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাবি, রুয়েট, রামেক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকরা।

প্রতিযোগিতার কনভেনার শাহাদাত হোসাইন বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে প্রতিযোগিতা করার মাধ্যমে তাদের চিন্তাভাবনা ও বিশ্লেষণক্ষমতা আরও বিকশিত হবে। রুডো ভবিষ্যতেও এই আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাবে।