ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বিএমইটি ঘেরাওয়ের হুঁশিয়ারি বায়রার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

মানবপাচার প্রতিরোধ ও অভিবাসী আইনের বিভিন্ন ধারায় বৈধ অভিবাসন প্রতিবন্ধকতার মুখে পড়ায় ব্যবসা সংকুচিত হচ্ছে জানিয়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা। আমলাতান্ত্রিক অপতৎপরতা বন্ধসহ ১০ দফা দাবি মানা না হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত প্রবাসী আয়। আবেদন, প্রশিক্ষণ, ভিসা থেকে শুরু করে বিদেশ গমনের বিভিন্ন ধাপে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। এবার সরকারি বিভিন্ন সংস্থার দিকে অভিযোগের তীর রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রার।

সোমবার (১০ নভেম্বর) সকালে বিএমইটির সামনে মানববন্ধন করেন তারা।এ সময় মানবপাচার প্রতিরোধ আইন ২০১২ ও অভিবাসী আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় অসঙ্গতির অভিযোগ তুলে ধরা হয়।

সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া অনুসরণ, ৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেওয়া, বোয়েসেলের একক এজেন্সি ব্যবস্থা বাতিলসহ ১০ দাবি তুলে ধরা হয়।

শ্রমবাজার রক্ষা আন্দোলনের সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখব।’

মঙ্গলবারের মধ্যে ১০ দফা দাবি মানা না হলে বুধবার (১২ নভেম্বর) থেকে বিএমইটি ঘেরাও করে অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধন শেষে বিএমইটির মহাপরিচালকের সঙ্গে আলোচনায় বসে বায়রার প্রতিনিধি দল।

বিএমইটি ঘেরাওয়ের হুঁশিয়ারি বায়রার

প্রকাশিত : ০২:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মানবপাচার প্রতিরোধ ও অভিবাসী আইনের বিভিন্ন ধারায় বৈধ অভিবাসন প্রতিবন্ধকতার মুখে পড়ায় ব্যবসা সংকুচিত হচ্ছে জানিয়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা। আমলাতান্ত্রিক অপতৎপরতা বন্ধসহ ১০ দফা দাবি মানা না হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত প্রবাসী আয়। আবেদন, প্রশিক্ষণ, ভিসা থেকে শুরু করে বিদেশ গমনের বিভিন্ন ধাপে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। এবার সরকারি বিভিন্ন সংস্থার দিকে অভিযোগের তীর রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রার।

সোমবার (১০ নভেম্বর) সকালে বিএমইটির সামনে মানববন্ধন করেন তারা।এ সময় মানবপাচার প্রতিরোধ আইন ২০১২ ও অভিবাসী আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় অসঙ্গতির অভিযোগ তুলে ধরা হয়।

সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া অনুসরণ, ৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেওয়া, বোয়েসেলের একক এজেন্সি ব্যবস্থা বাতিলসহ ১০ দাবি তুলে ধরা হয়।

শ্রমবাজার রক্ষা আন্দোলনের সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখব।’

মঙ্গলবারের মধ্যে ১০ দফা দাবি মানা না হলে বুধবার (১২ নভেম্বর) থেকে বিএমইটি ঘেরাও করে অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধন শেষে বিএমইটির মহাপরিচালকের সঙ্গে আলোচনায় বসে বায়রার প্রতিনিধি দল।