রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় গণপিটুনিতে দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন মাসুদুর রহমান (২৮) এবং অন্যজনের নাম এখনো জানা যায়নি।
সোমবার রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অন্যজনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক। তিনি জানান, রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় জনগণ তাদের ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে মাসুদুর রহমান নামের এক যুবককে ঢাকা মেডিকেলে এবং আরেকজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকায়। বর্তমানে সে রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় থাকে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

ডেস্ক রিপোর্ট 






















