ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সিমেন্টবাহী ট্রলার ডুবি মেঘনা নদীতে, দুই যুবক নিখোঁজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার নদীপথে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই জনের নাম রানা ও শুভ। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকেই ডুবির ঘটনা ঘটে। দুই ঘণ্টা চেষ্টা করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা চলছে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান বলেন, সিমেন্ট ভর্তি চালান নিয়ে ট্রলারটির বরিশাল যাওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।

বৈদ্যেরবাজার ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান বলেন, নিখোঁজ দুই জনকে উদ্ধারে চেষ্টা চলছে এবং স্থানীয়ভাবে খোঁজ জোরদার করা হয়েছে।

সিমেন্টবাহী ট্রলার ডুবি মেঘনা নদীতে, দুই যুবক নিখোঁজ

প্রকাশিত : ০৫:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার নদীপথে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই জনের নাম রানা ও শুভ। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকেই ডুবির ঘটনা ঘটে। দুই ঘণ্টা চেষ্টা করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা চলছে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান বলেন, সিমেন্ট ভর্তি চালান নিয়ে ট্রলারটির বরিশাল যাওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।

বৈদ্যেরবাজার ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান বলেন, নিখোঁজ দুই জনকে উদ্ধারে চেষ্টা চলছে এবং স্থানীয়ভাবে খোঁজ জোরদার করা হয়েছে।