ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

জুবাইয়া বিন্তে কবির:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি ২০২৬। এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট সব তথ্য পাওয়া যাবে আনুষ্ঠানিক ওয়েবসাইটে (acas.edu.bd)। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।

গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় : কৃষি গুচ্ছের অধীনে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় উপস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “কৃষিভিত্তিক উচ্চশিক্ষা আজ শুধু একাডেমিক জ্ঞানের চর্চায় সীমাবদ্ধ নয়; এটি দেশের খাদ্য নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর উৎপাদন ও জলবায়ু অভিযোজনের মূল চালিকাশক্তি। তাই গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য একটি নিরপেক্ষ, মানসম্মত ও আধুনিক প্রক্রিয়া নিশ্চিত করেছে।”

তিনি বলেন,“গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এ বছর যে প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্ব নিয়েছে, তা ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীরা কৃষিকে ভবিষ্যৎ জীবনবৃত্তি হিসেবে গ্রহণ করুক—কারণ আগামী বাংলাদেশ হবে স্মার্ট কৃষি প্রযুক্তির ওপর প্রতিষ্ঠিত।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষা হবে ন্যায়সঙ্গত, সুষ্ঠু ও অংশগ্রহণকারীসবার জন্য অনুকূল পরিবেশে। আপনারা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিন। কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো তরুণ কৃষি বিজ্ঞানীদের স্বাগত জানাতে প্রস্তুত। শেষে তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে কাজ করছি দেশের কৃষিশিক্ষাকে আরও উন্নত, গবেষণামুখী ও আন্তর্জাতিকমানের করতে। আশা করছি, এ বছরের ভর্তি পরীক্ষা হবে একটি সফল ও সুশৃঙ্খল আয়োজন।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

প্রকাশিত : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

জুবাইয়া বিন্তে কবির:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি ২০২৬। এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট সব তথ্য পাওয়া যাবে আনুষ্ঠানিক ওয়েবসাইটে (acas.edu.bd)। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।

গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় : কৃষি গুচ্ছের অধীনে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় উপস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “কৃষিভিত্তিক উচ্চশিক্ষা আজ শুধু একাডেমিক জ্ঞানের চর্চায় সীমাবদ্ধ নয়; এটি দেশের খাদ্য নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর উৎপাদন ও জলবায়ু অভিযোজনের মূল চালিকাশক্তি। তাই গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য একটি নিরপেক্ষ, মানসম্মত ও আধুনিক প্রক্রিয়া নিশ্চিত করেছে।”

তিনি বলেন,“গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এ বছর যে প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্ব নিয়েছে, তা ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীরা কৃষিকে ভবিষ্যৎ জীবনবৃত্তি হিসেবে গ্রহণ করুক—কারণ আগামী বাংলাদেশ হবে স্মার্ট কৃষি প্রযুক্তির ওপর প্রতিষ্ঠিত।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষা হবে ন্যায়সঙ্গত, সুষ্ঠু ও অংশগ্রহণকারীসবার জন্য অনুকূল পরিবেশে। আপনারা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিন। কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো তরুণ কৃষি বিজ্ঞানীদের স্বাগত জানাতে প্রস্তুত। শেষে তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে কাজ করছি দেশের কৃষিশিক্ষাকে আরও উন্নত, গবেষণামুখী ও আন্তর্জাতিকমানের করতে। আশা করছি, এ বছরের ভর্তি পরীক্ষা হবে একটি সফল ও সুশৃঙ্খল আয়োজন।