ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

যুবককে গুলি করে হত্যা খুলনায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

খুলনায় আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গার করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মৃধা ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে করিমনগর এলাকার ভাড়া ঘরের বারান্দার সিঁড়ির ওপর বসে কথা বলছিল আলাউদ্দিন এবং তার স্ত্রী। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সাথে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এলে সুরাতহাল করা হবে। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

যুবককে গুলি করে হত্যা খুলনায়

প্রকাশিত : ০১:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

খুলনায় আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গার করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মৃধা ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে করিমনগর এলাকার ভাড়া ঘরের বারান্দার সিঁড়ির ওপর বসে কথা বলছিল আলাউদ্দিন এবং তার স্ত্রী। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সাথে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এলে সুরাতহাল করা হবে। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।