ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

শাহজালালে আটকা এয়ার ইন্ডিয়ার প্লেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

এয়ারক্রাফটকে পার্কিং-বে থেকে বের করার জন্য ব্যবহৃত পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে, ঢাকা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৩৮ ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানবন্দরে পুশকার্ট পরিচালনার দায়িত্বে থাকে গ্রাউন্ড হ্যান্ডেলার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে ১২৬ জন যাত্রী ছিলেন। যাত্রীরা প্লেনে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই (গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট) শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকার্ট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরনের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই সামনের চাকা বা নোজ গিয়ারের ফক-লিভারের ক্ল্যাম্প ভেঙে পড়ে। ভেঙে যাওয়ায় এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়।

রোববার সকালে তাদের কয়েকজনকে এয়ার ইন্ডিয়ার মুম্বাইয়ের ফ্লাইটে পাঠানো হয়। সেখান থেকে তাদের দিল্লি পাঠানো হবে। বাকিদেরও ধাপে ধাপে পাঠানো হচ্ছে।

জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, ইতোমধ্যে ওই চালককে এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানায়, এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সর্বশেষ রোববার সন্ধ্যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি বে-এরিয়ায় পার্কিং করা আছে।

শাহজালালে আটকা এয়ার ইন্ডিয়ার প্লেন

প্রকাশিত : ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

এয়ারক্রাফটকে পার্কিং-বে থেকে বের করার জন্য ব্যবহৃত পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে, ঢাকা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৩৮ ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানবন্দরে পুশকার্ট পরিচালনার দায়িত্বে থাকে গ্রাউন্ড হ্যান্ডেলার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে ১২৬ জন যাত্রী ছিলেন। যাত্রীরা প্লেনে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই (গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট) শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকার্ট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরনের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই সামনের চাকা বা নোজ গিয়ারের ফক-লিভারের ক্ল্যাম্প ভেঙে পড়ে। ভেঙে যাওয়ায় এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়।

রোববার সকালে তাদের কয়েকজনকে এয়ার ইন্ডিয়ার মুম্বাইয়ের ফ্লাইটে পাঠানো হয়। সেখান থেকে তাদের দিল্লি পাঠানো হবে। বাকিদেরও ধাপে ধাপে পাঠানো হচ্ছে।

জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, ইতোমধ্যে ওই চালককে এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানায়, এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সর্বশেষ রোববার সন্ধ্যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি বে-এরিয়ায় পার্কিং করা আছে।