নীলফামারী জেলা প্রতিনিধি:
পুলিশের বিশেষ অভিযানে নীলফামারীতে গত ২৪ ঘন্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সুত্রে জানা যায় , রবিবার (১৬ নভেম্বর) দুপুর থেকে সোমবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি তারিকুল রহমান (৫৫), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবু জাফর চাটি (৫৮) এবং কাঁঠালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম (৫৫), ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের যুবলীগের সদস্য রশিদুল হাসান ওরফে সাদ্দাম (৩২) ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সদস্য হারুণ অর রশিদ হেলাল (৪৪)।

নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















