ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ এর সঙ্গে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক আলোচনাসভা।

সভায় নবাগত ডিসি জেলা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও সেবামুখী প্রশাসন গড়তে সাংবাদিকদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সঠিক তথ্য তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা আমাদের কাজকে আরও গতিময় করে।
সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও অগ্রাধিকারমূলক উন্নয়ন ইস্যু তুলে ধরার পাশাপাশি প্রশাসন-গণমাধ্যম সমন্বয়ের গুরুত্ব বিষয়ে মতামত দেন। মতবিনিময় শেষে উভয়পক্ষই জেলার সার্বিক উন্নয়ন, জনসেবায় গতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই গঠনমূলক আলোচনা জেলার প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ডেস্ক রিপোর্ট 






















