বরিশাল প্রতিনিধি : বরিশালে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। চাকরি পুনর্বহালের দাবিতে একদল শ্রমিক টানা ১৯ দিন ধরে কোম্পানির সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন। অপরদিকে আরেক পক্ষ কাজে যোগ দিতে এসে অবস্থান নিলে সকাল থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়।

কাজে যোগ দিতে আসা আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা অভিযোগ করেন বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটিতে প্রবেশ করতে গেলে আন্দোলনরত শ্রমিকরা তাদের বাধা দেন। যাদের চাকরি রয়েছে তারা যেন নির্বিঘ্নে কাজে যোগ দিতে পারেন, সে দাবি জানান তারা।
অন্যদিকে চাকুরি থেকে বাদ পড়া শ্রমিকরা বলেন, চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ডেস্ক রিপোর্ট 






















