দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: আজ বুধবার কুমিল্লার দাউদকান্দির রায়পুর মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রকে দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়ায় অজ্ঞান হয়ে পড়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থী রুহেল সরকার জানায়, দুই দিন স্কুলে অনুপস্থিত থাকার পর আজ বুধবার স্কুলে যোগদান করার পর স্কুলের ভাইস প্রিন্সিপাল মুশফিকুর রহমান আমাকে দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচ তলায় ফেলে দেয়।

আমার মাথায় প্রচন্ড আঘাত পেলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। সাথে সাথে আমাকে গৌরীপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আমার জ্ঞান ফিরে আসে কিন্তু মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। এছাড়া হাতের কনুইতে প্রচুর ব্যথা পেয়েছি। এ ব্যাপারে স্কুলের অধ্যক্ষ ও ওমর ফারুককে বারবার মোবাইলে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্কুলের অভিভাবকদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

ডেস্ক রিপোর্ট 






















