ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে গিয়ে ধরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

মাগুরায় ‘অর্থের বিনিময়ে’ পাওয়া এনআইডি কার্ড নিয়ে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা যুবক।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা মো. রিয়াস নামের ওই যুবককে সদর থানা-পুলিশের হাতে সোপর্দ করেন।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, রিয়াস নামের ব্যক্তি মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে কথাবার্তায় অসংলগ্ন আচরণ করায় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে রিয়াস নিজেকে রোহিঙ্গা ক্যাম্পের সদস্য বলে স্বীকার করেন। পাশাপাশি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্বাচন অফিস সংশ্লিষ্টদের মাধ্যমে তিনি এনআইডি কার্ড সংগ্রহ করেছেন বলেও জানান।

পাসপোর্ট অফিসে উপস্থাপিত কাগজপত্রে তার বাবার নাম রতন আলি মৃধা, মায়ের নাম মোছা. শুকুরন খাতুন এবং ঠিকানা মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম উল্লেখ করা ছিল। এই ভোটার আইডিটি সংগ্রহ করা হয়েছে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার ঢাকা পোস্টকে বলেন, এলাকার একটি অসাধু চক্র এই কাজের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। গভীরভাবে তদন্ত করা গেলে আরও অনেক তথ্য পাওয়া যাবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মোতালেব হোসেন বলেন, একজন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে গিয়ে ধরা

প্রকাশিত : ০৮:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মাগুরায় ‘অর্থের বিনিময়ে’ পাওয়া এনআইডি কার্ড নিয়ে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা যুবক।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা মো. রিয়াস নামের ওই যুবককে সদর থানা-পুলিশের হাতে সোপর্দ করেন।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, রিয়াস নামের ব্যক্তি মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে কথাবার্তায় অসংলগ্ন আচরণ করায় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে রিয়াস নিজেকে রোহিঙ্গা ক্যাম্পের সদস্য বলে স্বীকার করেন। পাশাপাশি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্বাচন অফিস সংশ্লিষ্টদের মাধ্যমে তিনি এনআইডি কার্ড সংগ্রহ করেছেন বলেও জানান।

পাসপোর্ট অফিসে উপস্থাপিত কাগজপত্রে তার বাবার নাম রতন আলি মৃধা, মায়ের নাম মোছা. শুকুরন খাতুন এবং ঠিকানা মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম উল্লেখ করা ছিল। এই ভোটার আইডিটি সংগ্রহ করা হয়েছে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার ঢাকা পোস্টকে বলেন, এলাকার একটি অসাধু চক্র এই কাজের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। গভীরভাবে তদন্ত করা গেলে আরও অনেক তথ্য পাওয়া যাবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মোতালেব হোসেন বলেন, একজন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।