নীলফামারীর ডিমলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ডালিয়া এলাকার তালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আশরাফুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার শেষ করে অটোরিকশায় বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময়ে তালতলা এলাকায় পৌঁছালে অপরদিক দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময়ে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। পরে তার স্ত্রী ও সন্তানকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) ফজলে এলাহি বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন। আমরা ট্রাকটিকে আটক করেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















