নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে মাছবাহী মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চৌরবাড়ি নামক স্থানে । জানা যায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লোভপুর গ্রামের মোতালেব হোসেন বাবুর ছেলে বায়েজিদ হোসেন (২৭) মোটরসাইকেল যোগে আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে শশুরবাড়ি যাচ্ছিলেন ।

পথিমধ্যে চৌরবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবাহী মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বায়েজিদ হোসেন একজন সেনা সদস্য। কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে৷ । এদিকে সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের পিতা মোতালেব হোসেন বাবু সোমবার রাতে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। আত্রাই থানার ওসি মনছুর রহমান বলেন, ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















