দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: আজ শনিবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শেরে বাংলা মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বিশেষ অতিথি দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক তৌফিক রুবেল। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল হাসান রায়হানের সভাপতিত্বে ও স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,এ স্কুলের দুইজন মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম পান্থ ও বুয়েটের শিক্ষার্থী মোঃ আল আমিন, গণপরিষদের কেন্দ্রীয় নেতা ফয়সাল সরকার, সাংবাদিক সেলিম আহমেদ, শিক্ষক দেলোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি স্কুলের দীর্ঘদিনের সুনাম তুলে ধরেন এবং। তিনি আরো বলেন মায়েদের দায়িত্ব বেশি আপনারা আপনাদের ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা দেন ,সন্ধ্যার পরে ছেলেমেয়েদের টেবিলে বসান এবং স্কুল ছুটির পর ছেলেমেয়েরা কোথায় থাকে খোঁজখবর নেন।

ডেস্ক রিপোর্ট 






















