ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যায় এক আসামি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ডাকাতিকালে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় রাজন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজন মোল্লা ফরিদপুর কোতোয়ালী থানার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে।হত্যাকাণ্ডের দিনই নিহত উৎপল সরকারের বাবা অজয় সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সালথা থানায় মামলা দায়ের করেন।


সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল জানান, মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানান তিনি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর মাছের আড়তে যাওয়ার পথে সালথার কালীতলা ব্রিজ (মাটিয়াদহ) এলাকায় ডাকাতদের হামলায় উৎপল সরকার (৩৮) নৃশংসভাবে নিহত হন। ডাকাতদল প্রথমে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে এবং পরে উৎপলের টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহত উৎপল সরকার ফরিদপুর কোতোয়ালী থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

ডিএনসিসি মহাখালী এলাকার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করলো

ফরিদপুরে মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যায় এক আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ১১:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ডাকাতিকালে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় রাজন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজন মোল্লা ফরিদপুর কোতোয়ালী থানার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে।হত্যাকাণ্ডের দিনই নিহত উৎপল সরকারের বাবা অজয় সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সালথা থানায় মামলা দায়ের করেন।


সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল জানান, মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানান তিনি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর মাছের আড়তে যাওয়ার পথে সালথার কালীতলা ব্রিজ (মাটিয়াদহ) এলাকায় ডাকাতদের হামলায় উৎপল সরকার (৩৮) নৃশংসভাবে নিহত হন। ডাকাতদল প্রথমে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে এবং পরে উৎপলের টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহত উৎপল সরকার ফরিদপুর কোতোয়ালী থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।