বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় কালীশুরী ইউনিয়নের পোমাহুরা জামে মসজিদে বাউফল উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীশুরী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. ফারুক মোল্লা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের সূচনা করেন মাওলানা জিয়াউল হক। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. মকবুল হোসেন চৌধুরী।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন। তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান মহসিন। দোয়া পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সদস্য সিকান্দার সরদার, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, মো. ওহিদুল ইসলাম, আব্দুল জলিল গাজী, মোহাম্মদ জহুরুল ইসলাম মন্টু, মোহাম্মদ অহিদুল ইসলাম, এলমাছ হাওলাদার, মো. সাত্তার ভূইয়া প্রমুখ। মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আগতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















