নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে (৮ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ টি ইট ভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩( সংশোধিত ২০১৯) এর আওতায় উপ ধারা ৮ কতিপয় স্থানে ইটভাটা স্থাপন করার দায়ে নিষিদ্ধকরন ও নিয়ন্ত্রন দন্ড আইনে ৫ টি ইট ভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা করা হয় ।

জরিমানা কৃত ইট ভাটা হলো মেসার্স তিলক ব্রিকসকে ১ লাখ, মেসার্স রিয়াজ ব্রিকসকে ৫ লাখ, এমআর ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এসআরবিসি ব্রিকসকে ১ লাখ এবং মেসার্স রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখসহ মোট ১১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন লাভলী ইয়াসমিন, নির্বাহী মাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, বরিশাল।

ডেস্ক রিপোর্ট 























