বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জনাব তন্ময় হালদার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় নিয়ম না মেনে ইট উৎপাদন, কাঁচা ইট খোলা জায়গায় স্তূপ করে রাখা, চিমনি মানদণ্ড না মানা এবং কৃষিজমি নষ্ট পাশাপাশি অবৈধ কাঠ ব্যবহার ও পরিবেশগত ক্ষতির প্রমাণ পাওয়ায় গারুড়িয়া ইউনিয়নের ও কলসকাঠী ইউনিয়নের লাইসেন্সবিহীন (দুবাই ব্রিকস, খান ব্রিকস এবং ওয়ান স্টার ব্রিকস) এই তিন ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটার ড্রাম চিমনী ভেঙ্গে দেওয়া হয় ও কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযানে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মামলায় ৩ ভাটায় অর্থদণ্ড: মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। অবৈধ ইটভাটা বন্ধে কারো প্রতি কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না বলেও তিনি সতর্ক করেন।

ডেস্ক রিপোর্ট 























