বরিশাল প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র সরকার জানিয়েছেন-অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লস্কর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিমু আকন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম এবং কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শিকদার।
ওসি আরও জানিয়েছেন-গ্রেপ্তারকৃতদের শনিবার শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























