পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অসুস্থ বাবাকে দেখে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই ফেরদৌস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার সকালে বাড়ির পাশের সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন করে মাটি কাটার চিহ্ন দেখতে পান। এতে সন্দেহ হলে তারা সেখানে খোঁড়াখুঁড়ি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌসের লাশ উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
প্রাথমিকভাবে দেখা যায়, লাইলনের রশি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিল। তার পরনে ছিল একটি শর্টপ্যান্ট ও একটি গেঞ্জি। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা অবস্থায় পাওয়া যায়।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার সাংবাদিকদের জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।” লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























