দুমকি প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এপ্রতিপাদ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দুমকি উপজেলায় (বালক) এর ভলিবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১০টায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ভলিবল প্রতিযোগিতা পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার একে এম সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আখতার। খেলা পরিচালনা করেন মোঃ বশিরুল আলম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম ও রমেশ চন্দ্র দাস। উক্ত প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সৃজনি বিদ্যানিকেতন রানার আপ হয়।
বিজয়ীদের মধ্যে জার্সি ও ট্রপি বিতরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 





















