বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় চলছে আমন ধান কাটার মৌসুম। মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। অনুকূল আবহাওয়া ও বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ফলন ভালো হওয়ায় তাদের মুখে স্বস্তির হাসি।
উপজেলার ডৌয়াতলা সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। অনেক কৃষক নিজ উদ্যোগে ধান কাটলেও কোথাও কোথাও শ্রমিক সংকটে মেশিনের সাহায্য নেওয়া হচ্ছে। কৃষকদের সঙ্গে মাঠে নেমেছেন পরিবারের সদস্যরাও।

ডৌয়াতলা ইউনিয়নের কৃষক আবদুস সালাম বলেন, এবার ফলন খুব ভালো হয়েছে। খরচও কম হয়েছে। একই কথা জানান বুকাবুনিয়া ইউনিয়নের কৃষক শুকুর আহমেদ। তিনি বলেন, এ বছর ফলন ভালো হওয়ায় এবং বৃষ্টি না হওয়ায় ধান নষ্ট হয়নি। আল্লাহ ভরসা, সবকিছু ভালোই হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন জানান, চলতি মৌসুমে বামনায় ৬১৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে আর ফলন হয়েছে ২০৭৩৪ মেট্রিক টন। কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো ধান কেটে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন।
ধান কাটার এই ব্যস্ততার মধ্যেই গ্রামে গ্রামে ফিরেছে উৎসবের আমেজ। নতুন ধান ঘরে ওঠায় কৃষক পরিবারগুলোতে আনন্দ দেখা যাচ্ছে। গ্রামজুড়ে কর্মচাঞ্চল্য ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ডেস্ক রিপোর্ট 






















