ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রংপুরে চাবির আঘাতে বন্ধুকে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

রংপুরে মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোচালক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর তাঁতিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সটকে পড়েছেন অভিযুক্ত বিজয়।

নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম। দুজনেই তাঁতিপাড়ায় ভাড়া থাকতেন এবং তারা পেশায় অটোচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন দিন আগে কোনো এক বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় কয়েকজন এলাকাবাসী তাদের ছাড়াছাড়ি করে মীমাংশা করে দেন। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় বিজয় তার হাতে থাকা চাবি দিয়ে সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করেন। আঘাতের কারণে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এর পরপরই ঘটনাস্থল থেকে সটকে পড়েন বিজয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি কীভাবে এবং কেন ঘটলো তা তদন্ত করে দেখাসহ হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

জনপ্রিয় সংবাদ

রংপুরে চাবির আঘাতে বন্ধুকে হত্যা

প্রকাশিত : ১২:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রংপুরে মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোচালক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর তাঁতিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সটকে পড়েছেন অভিযুক্ত বিজয়।

নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম। দুজনেই তাঁতিপাড়ায় ভাড়া থাকতেন এবং তারা পেশায় অটোচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন দিন আগে কোনো এক বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় কয়েকজন এলাকাবাসী তাদের ছাড়াছাড়ি করে মীমাংশা করে দেন। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় বিজয় তার হাতে থাকা চাবি দিয়ে সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করেন। আঘাতের কারণে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এর পরপরই ঘটনাস্থল থেকে সটকে পড়েন বিজয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি কীভাবে এবং কেন ঘটলো তা তদন্ত করে দেখাসহ হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।