ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগে এ মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সমাবেশে তারা সারাদেশে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান ।

রিফাত রশিদ বলেন, হাসিনার আমলে মিডিয়াগুলোকে কবজা করে রাখা হয়েছিল। কিন্তু এখন হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো কোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, যদি পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে কারা কোথায় খুন করে, ধর্ষণ করে তাদের অবিলম্বে গ্রেফতার করুন।

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়েছে, এই দেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে আজ সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে।

জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

প্রকাশিত : ১২:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগে এ মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সমাবেশে তারা সারাদেশে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান ।

রিফাত রশিদ বলেন, হাসিনার আমলে মিডিয়াগুলোকে কবজা করে রাখা হয়েছিল। কিন্তু এখন হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো কোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, যদি পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে কারা কোথায় খুন করে, ধর্ষণ করে তাদের অবিলম্বে গ্রেফতার করুন।

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়েছে, এই দেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে আজ সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে।