ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে তিন গ্রাহকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে নারী ও শিশুসহ তিনজন গ্রাহকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

সোমবার (১৪ জুলাই) এক শোকবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

বিপিডিবি জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট যান্ত্রিক ত্রুটির ফলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাত ১টা ২৮ মিনিটে ৩৩ কেভি মেইন সোর্স লাইনের বাইতুল ইজ্জত পয়েন্টে একটি সার্কিট ট্রিপ করে। এর পাঁচ মিনিট পর লাইন সচল করা হয়।

তবে এর মধ্যেই ওয়াই জংশন পয়েন্টে ৩৩ কেভির ত্রুটির কারণে চেয়ারম্যান পাড়া এলাকায় একটি ট্রান্সফরমারের এইচটি লুপ ছিঁড়ে যায় এবং সেটি ট্রান্সফর্মারের বডির সঙ্গে লেগে থাকে। ফলে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে বডির মাধ্যমে সন্নিহিত ঘরবাড়ির বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে ঘরবাড়ির ওয়্যারিং, মিটার পুড়ে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়

বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে তিন গ্রাহকের মৃত্যু

প্রকাশিত : ০৮:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে নারী ও শিশুসহ তিনজন গ্রাহকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

সোমবার (১৪ জুলাই) এক শোকবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

বিপিডিবি জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট যান্ত্রিক ত্রুটির ফলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাত ১টা ২৮ মিনিটে ৩৩ কেভি মেইন সোর্স লাইনের বাইতুল ইজ্জত পয়েন্টে একটি সার্কিট ট্রিপ করে। এর পাঁচ মিনিট পর লাইন সচল করা হয়।

তবে এর মধ্যেই ওয়াই জংশন পয়েন্টে ৩৩ কেভির ত্রুটির কারণে চেয়ারম্যান পাড়া এলাকায় একটি ট্রান্সফরমারের এইচটি লুপ ছিঁড়ে যায় এবং সেটি ট্রান্সফর্মারের বডির সঙ্গে লেগে থাকে। ফলে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে বডির মাধ্যমে সন্নিহিত ঘরবাড়ির বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে ঘরবাড়ির ওয়্যারিং, মিটার পুড়ে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।