ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগদান উপলক্ষে মাগুরায় জেলা জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের দরি মাগুরাস্থ জেলা জামায়াতের নতুন কার্যালয়ে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাগুরা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের এ সম্মেলনের সভাপতিত্ব করেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবদুল মতিন উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল গাফফার, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার আমির অধ্যাপক আশরাফুল আলমসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি. বাকের বলেন, সম্প্রীতির এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।
মাগুরা জেলা থেকে অন্তত ১০ হাজার সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য ১০০টি বাস ও ১০০টি মাইক্রোবাসসহ প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমির আবদুল মতিন বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ একটি মাইলফলক হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক বাকের বলেন, খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করতে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।