ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

জাপান দূতাবাসের প্রতিনিধিদল পরিদর্শন করলেন গাইবান্ধায় অনুদান প্রকল্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

ঢাকার জাপান দূতাবাসের প্রতিনিধিদল গাইবান্ধায় জাপানি অনুদান প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দূতাবাসের প্রথম সচিব কারাসাওয়া শিনজু এবং দ্বিতীয় সচিব মাকিগুচি ইয়াসুয়ুকি ‘গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)’-এর মাধ্যমে জাপান সরকার কর্তৃক এনজিও ‘এসকেএস ফাউন্ডেশন’কে সরবরাহ করা ‘গাইবান্ধা জেলার এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চক্ষু চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের প্রকল্প’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গাইবান্ধা জেলা সফর করেছেন।

প্রকল্পটি গাইবান্ধা এবং সংলগ্ন জেলাগুলোতে নিম্ন আয়ের এবং ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য কম খরচে চক্ষু চিকিৎসা পরিষেবা প্রদান করবে এবং পিছিয়ে পড়া এলাকায় চিকিৎসা পরিষেবা ব্যবস্থা শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

প্রথম সচিব কারাসাওয়া শিনজু বলেন, আমি আশা করি— এই প্রকল্পটি গাইবান্ধা এবং আশপাশের অন্যান্য জেলাগুলোতে চক্ষু চিকিৎসা পরিষেবা উন্নত করতে এবং চক্ষু সম্পর্কিত অসুস্থতায় মানুষের কষ্ট কমাতে সহায়তা করবে।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানবিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাপান ১৯৮৯ সাল থেকে জিজিএইচএসপির মাধ্যমে ২২১টি এনজিও প্রকল্পকে সহায়তা করেছে। এই অনুদানের মোট পরিমাণ প্রায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার।

জনপ্রিয় সংবাদ

জাপান দূতাবাসের প্রতিনিধিদল পরিদর্শন করলেন গাইবান্ধায় অনুদান প্রকল্প

প্রকাশিত : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ঢাকার জাপান দূতাবাসের প্রতিনিধিদল গাইবান্ধায় জাপানি অনুদান প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দূতাবাসের প্রথম সচিব কারাসাওয়া শিনজু এবং দ্বিতীয় সচিব মাকিগুচি ইয়াসুয়ুকি ‘গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)’-এর মাধ্যমে জাপান সরকার কর্তৃক এনজিও ‘এসকেএস ফাউন্ডেশন’কে সরবরাহ করা ‘গাইবান্ধা জেলার এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চক্ষু চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের প্রকল্প’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গাইবান্ধা জেলা সফর করেছেন।

প্রকল্পটি গাইবান্ধা এবং সংলগ্ন জেলাগুলোতে নিম্ন আয়ের এবং ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য কম খরচে চক্ষু চিকিৎসা পরিষেবা প্রদান করবে এবং পিছিয়ে পড়া এলাকায় চিকিৎসা পরিষেবা ব্যবস্থা শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

প্রথম সচিব কারাসাওয়া শিনজু বলেন, আমি আশা করি— এই প্রকল্পটি গাইবান্ধা এবং আশপাশের অন্যান্য জেলাগুলোতে চক্ষু চিকিৎসা পরিষেবা উন্নত করতে এবং চক্ষু সম্পর্কিত অসুস্থতায় মানুষের কষ্ট কমাতে সহায়তা করবে।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানবিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাপান ১৯৮৯ সাল থেকে জিজিএইচএসপির মাধ্যমে ২২১টি এনজিও প্রকল্পকে সহায়তা করেছে। এই অনুদানের মোট পরিমাণ প্রায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার।