নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকায় বিলের পানিতে ডুবে মো. মাহবুব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬ বছর।
মঙ্গলবার (১৫ জুলাই) পৌনে তিনটার দিকে ওই শিশুকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।
মাহবুব নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মো. রবিন মিয়ার ছেলে।
শিশুর বাবা রবিন মিয়া জানান, আজ (মঙ্গলবার) দুপুরের পর কোনো একসময় বাড়ির পাশেই বিলের পানিতে খেলতে গিয়ে ডুবে যায় আমার শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিলের ধারে গিয়ে দেখি— আমার শিশু বিলের পানিতে ডুবে অচেতন হয়ে আছে।
পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, মাহবুব আর বেঁচে নেই।
চিকিৎসকের বরাত দিয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রূপগঞ্জ থানাপুলিশকে জানানো হয়েছে।