নারায়ণগঞ্জে অবস্থিত জেরা মেঘনাঘাট পাওয়ার বিদ্যুৎকেন্দ্রটি (জেএমপিএল) বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করেছে।
রোববার (৩ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।।
বার্তায় বলা হয়, ৭৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পটি দেশের বৃহত্তম এবং দক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে একটি। প্রকল্পটি দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার ৫ শতাংশ পর্যন্ত পূরণ করতে সক্ষম হবে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২২ বছরের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তির আওতায় উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করা হবে।
বাণিজ্যিক কার্যক্রমের সফল সূচনার সঙ্গে জেএমপিএল বাংলাদেশের জ্বালানি রূপান্তর যাত্রায় দীর্ঘমেয়াদে টেকসই ফল অর্জনের জন্য অর্থপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার উপর মনোনিবেশে কাজ করবে বলেও জানিয়েছে ডিপিডিসি।

ডেস্ক রিপোর্ট 























