লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
নতুন মূখ, নতুন প্রেরণা’ এ শ্লোগানকে সামনে রেখে লাকসাম প্রেসক্লাবের নতুন সদস্য বরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল ৪ আগস্ট বিকেলে হোটেল গ্রীন ভিউ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক লাকসাম সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়।
প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক বাংলা কাগজের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃআবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এমএ মান্নান। নবাগতদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন, দৈনিক নতুন সমাচার প্রতিনিধি অ্যাডভোকেট মোশাররফ হোসেন খন্দকার, আমাদের অধিকার প্রতিনিধি মু. সহিদ উল্যাহ, কুমিল্লা দর্পণের মাইন উদ্দিন শরীফ, দৈনিক বাংলা জীবনের মোঃ শাখাওয়াত হোসেন, দৈনিক জাতীয় বাণীর ফখরুজ্জামান পাটোয়ারী, দৈনিক আশ্রয় প্রতিদিনের নীলুফা রহমান।
বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করীম রিমু, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন সবুজ, পাঠাগার সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া রিয়াদ, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার, আমার প্রমথ ও আপ্যায়ন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য দেবব্রত পাল বাপ্পি আমিনুর রহমান আমিন নুর আলম মানিক আব্দুর রহমান সৌরভ হোসেন সৌরভ, খোরশেদ আলম, কামরুজ্জামান আরিফ সহ নবাগত ১৯ জন সদস্য।
অনুষ্ঠানে লাকসাম প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ভাষা সৈনিক আব্দুল জলিল, সিরাজুল ইসলাম রাহি মিনু, জিন্নতের রহমান, আবদুল হাই মঞ্জু, আবুল বাশার খান, মোস্তফা ইকবাল, জাফর আহমেদ রোজদান, সাপ্তাহিক আলোর দিশারী শামছুল করিম দুলাল, সাংবাদিক আহসান উল্লাহ মিয়াজীসহ প্রয়াত সাংবাদিক ও জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা শরীফ ও বিশেষ মোনাজাত করা হয়।