ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে তরুণের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে জাহেদ খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুই জন আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে জাহেদ সবার ছোট। তিনি পরিবারের ক্ষেত খামার দেখভাল করতেন।

জাহেদের খালাতো ভাই শাকিল জানান, প্রতিদিনের মত জাহেদ গরু দেখভালের জন্য বিলে আসেন। এ সময়  স্থানীয় জাফর মাস্টারের ছেলের হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হন। পরে তাকে উদ্ধার আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে তরুণের মৃত্যু

প্রকাশিত : ০৯:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে জাহেদ খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুই জন আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে জাহেদ সবার ছোট। তিনি পরিবারের ক্ষেত খামার দেখভাল করতেন।

জাহেদের খালাতো ভাই শাকিল জানান, প্রতিদিনের মত জাহেদ গরু দেখভালের জন্য বিলে আসেন। এ সময়  স্থানীয় জাফর মাস্টারের ছেলের হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হন। পরে তাকে উদ্ধার আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।