ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্রের বাইরে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। ভোট গণনা শুরুর পর কেন্দ্রের ভেতরের সব কার্যক্রম সরাসরি দেখতে পারছেন শিক্ষার্থীরা।
এদিন বিকেলে ক্যাম্পাসের একাধিক কেন্দ্র পরিদর্শন শেষে সিনেট ভবনের সামনে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, ডাকসু নির্বাচনে অনেক কেন্দ্রে ৭০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। কার্জন হলে ভুলক্রমে ছোট একটি সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এ ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।
উপাচার্য বলেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। এরইমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। কেন্দ্রভেদে এ হার কম-বেশি হতে পারে। তবে আশানুরূপ সাড়া দিয়েছেন শিক্ষার্থীরা। নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই।

অপরদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সব কেন্দ্রের সামনে ভিড় করছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। সেখানে ভোটের ফল ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে জল্পনা-কল্পনা। তারা সবাই ফলের অপেক্ষায় রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে পোলিং এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা ছাড়া কাউকে এখন আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিন বিকেল থেকে শাহবাগ ও আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় বেড়েছে। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বিপুলসংখ্যক সদস্য দেখা গেছে।
ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

ডেস্ক রিপোর্ট 























