ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জে ৩৯৪ টি পূজা মন্ডপে হবে দুর্গাপূজা, প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ৩৯৪ টি মন্ডপে এবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজ। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলকভাবে উদযাপন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, পুলিশ প্রশাসন, র‌্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, স্যানিটেশন ও স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। তবে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।

সভায় পূজা মণ্ডপে বিদ্যুৎ সংযোগ সচল রাখা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা সক্রিয় রাখা, জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ভিড় সামলাতে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষা করে সবার সহযোগিতায় দুর্গাপূজাকে সফল ও আনন্দঘন করার আহ্বান জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, কিশোরগঞ্জ জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল, সিসিটিভি মনিটরিং, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজার সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও মোতায়েন থাকবে।

কিশোরগঞ্জে ৩৯৪ টি পূজা মন্ডপে হবে দুর্গাপূজা, প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ৩৯৪ টি মন্ডপে এবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজ। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলকভাবে উদযাপন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, পুলিশ প্রশাসন, র‌্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, স্যানিটেশন ও স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। তবে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।

সভায় পূজা মণ্ডপে বিদ্যুৎ সংযোগ সচল রাখা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা সক্রিয় রাখা, জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ভিড় সামলাতে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষা করে সবার সহযোগিতায় দুর্গাপূজাকে সফল ও আনন্দঘন করার আহ্বান জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, কিশোরগঞ্জ জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল, সিসিটিভি মনিটরিং, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজার সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও মোতায়েন থাকবে।