ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ক্লিন এনার্জি উইকে সুপারস্টার রিনিউয়েবল এনার্জির একাধিক স্বীকৃতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (SSREL), যা সুপারস্টার সোলার নামেই পরিচিত, এবারের বাংলাদেশ ক্লিন এনার্জি উইক ২০২৫-এ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। এভাবেই প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করলো—বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি পরিবর্তনের যাত্রায় তারা অন্যতম পথিকৃৎ।

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ক্লিন টেক উদ্ভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনকে কেন্দ্র করে নবায়নযোগ্য জ্বালানির নানা উদ্ভাবন, নীতি ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সেখানেই সুপারস্টার সোলারের উদ্ভাবনী কাজ, নেতৃত্ব এবং দলগত সাফল্য বিশেষভাবে স্বীকৃতি পায়।

•    বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড – কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ তোফায়েল আহমেদ পুরস্কৃত হন বাংলাদেশের ক্লিন এনার্জি ট্রানজিশন ত্বরান্বিত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।

•    বাংলাদেশ সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড – কোম্পানির বিজনেস হেড ও জিএম মো. আরিফুল ইসলাম সম্মানিত হন টেকসই কার্যক্রম ও পরিবেশ রক্ষায় দূরদর্শী নেতৃত্ব প্রদর্শনের জন্য।

•    হাইব্রিড প্রজেক্ট অ্যাওয়ার্ড – ম্যানেজার, প্রজেক্ট সেলস  ইমরান হোসেন চঞ্চল ও তার টিম পুরস্কৃত হয় সুপারস্টার সোলারের হাইব্রিড প্রজেক্টের জন্য, যা গেম-চেঞ্জার প্রকল্প হিসেবে স্বীকৃত হয়েছে। এ প্রকল্প উদ্ভাবন, সম্প্রসারণযোগ্যতা এবং সামাজিক ও জলবায়ুগত ইতিবাচক প্রভাবের দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য।

•    সেরা মার্কেটিং টিম (টিম এক্সিলেন্স) – হেড অব মার্কেটিং মো. হোসেন শাহনেওয়াজ-এর নেতৃত্বে কোম্পানির মার্কেটিং টিম পুরস্কৃত হয়েছে সৃজনশীল প্রচারণা, দলগত সাফল্য ও খাতে রূপান্তরমূলক প্রভাব রাখার জন্য।

এই স্বীকৃতিগুলো শুধু ব্যক্তিগত বা টিমের অর্জন নয়, বরং পুরো প্রতিষ্ঠানের উদ্ভাবন, টিমওয়ার্ক এবং সবুজ ভবিষ্যতের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিচ্ছবি।

জিএম ও বিজনেস হেড মো. আরিফুল ইসলাম বলেন, প্রতিটি সম্মান আমাদের আরও উদ্ভাবনী হতে, কমিউনিটিকে ক্ষমতায়ন করতে এবং টেকসই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করতে উদ্বুদ্ধ করে।

১৩ বছর ধরে নবায়নযোগ্য জ্বালানি খাতে কার্যক্রম চালিয়ে আসছে সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (SSREL), যা সুপারস্টার গ্রুপ (SSG)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। দেশজুড়ে বিভিন্ন ধরনের সোলার সমাধান দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে।

ক্লিন এনার্জি উইকে সুপারস্টার রিনিউয়েবল এনার্জির একাধিক স্বীকৃতি

প্রকাশিত : ০৪:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (SSREL), যা সুপারস্টার সোলার নামেই পরিচিত, এবারের বাংলাদেশ ক্লিন এনার্জি উইক ২০২৫-এ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। এভাবেই প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করলো—বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি পরিবর্তনের যাত্রায় তারা অন্যতম পথিকৃৎ।

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ক্লিন টেক উদ্ভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনকে কেন্দ্র করে নবায়নযোগ্য জ্বালানির নানা উদ্ভাবন, নীতি ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সেখানেই সুপারস্টার সোলারের উদ্ভাবনী কাজ, নেতৃত্ব এবং দলগত সাফল্য বিশেষভাবে স্বীকৃতি পায়।

•    বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড – কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ তোফায়েল আহমেদ পুরস্কৃত হন বাংলাদেশের ক্লিন এনার্জি ট্রানজিশন ত্বরান্বিত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।

•    বাংলাদেশ সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড – কোম্পানির বিজনেস হেড ও জিএম মো. আরিফুল ইসলাম সম্মানিত হন টেকসই কার্যক্রম ও পরিবেশ রক্ষায় দূরদর্শী নেতৃত্ব প্রদর্শনের জন্য।

•    হাইব্রিড প্রজেক্ট অ্যাওয়ার্ড – ম্যানেজার, প্রজেক্ট সেলস  ইমরান হোসেন চঞ্চল ও তার টিম পুরস্কৃত হয় সুপারস্টার সোলারের হাইব্রিড প্রজেক্টের জন্য, যা গেম-চেঞ্জার প্রকল্প হিসেবে স্বীকৃত হয়েছে। এ প্রকল্প উদ্ভাবন, সম্প্রসারণযোগ্যতা এবং সামাজিক ও জলবায়ুগত ইতিবাচক প্রভাবের দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য।

•    সেরা মার্কেটিং টিম (টিম এক্সিলেন্স) – হেড অব মার্কেটিং মো. হোসেন শাহনেওয়াজ-এর নেতৃত্বে কোম্পানির মার্কেটিং টিম পুরস্কৃত হয়েছে সৃজনশীল প্রচারণা, দলগত সাফল্য ও খাতে রূপান্তরমূলক প্রভাব রাখার জন্য।

এই স্বীকৃতিগুলো শুধু ব্যক্তিগত বা টিমের অর্জন নয়, বরং পুরো প্রতিষ্ঠানের উদ্ভাবন, টিমওয়ার্ক এবং সবুজ ভবিষ্যতের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিচ্ছবি।

জিএম ও বিজনেস হেড মো. আরিফুল ইসলাম বলেন, প্রতিটি সম্মান আমাদের আরও উদ্ভাবনী হতে, কমিউনিটিকে ক্ষমতায়ন করতে এবং টেকসই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করতে উদ্বুদ্ধ করে।

১৩ বছর ধরে নবায়নযোগ্য জ্বালানি খাতে কার্যক্রম চালিয়ে আসছে সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (SSREL), যা সুপারস্টার গ্রুপ (SSG)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। দেশজুড়ে বিভিন্ন ধরনের সোলার সমাধান দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে।