বার্সেলোনা ও স্পেনের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ইন্টার মায়ামিতে নিজের পড়ন্ত বেলায় আছেন সার্জিও বুসকেটস। পেশাদার ফুটবলকে তার বিদায় বলার সময়টাও এসে গেছে। মায়ামির হয়ে মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষেই অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার। নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বুসকেটস এই কথা জানান।
৩৭ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা তারকা জানান, ‘এটি অবিশ্বাস্য একটি অধ্যায়। আমি অনুভব করছি যে আমার পেশাদার ফুটবলকে বিদায় বলার সময়টা এসে গেছে। আমি সবসময় যে স্বপ্নটা দেখেছি, সেই ২০ বছরের উপভোগ্য ও অবিশ্বাস্য সময়ের শেষপ্রান্তে পৌঁছেছি। মাঠে এটি আমার শেষ মাস। আমি অনেক খুশি, পরিপূর্ণ এবং সবকিছুর ঊর্ধ্বে কৃতজ্ঞচিত্ত। সবাইকে অনেক ধন্যবাদ, শিগগিরই দেখা হবে!’
সাম্প্রতিক সময়ে বুসকেটসের অবসরের গুঞ্জন জোরালো হয়েছিল। এরই মাঝে এলো তার আনুষ্ঠানিক ঘোষণা। প্রথম এমএলএস কাপের আশায় বর্তমানে খেলছে ইন্টার মায়ামি। টুর্নামেন্টটি শেষ হলেই পেশাদার ফুটবল খেলবেন বুসকেটস। ক্লাবটিতে এখন পর্যন্ত ৬৯ ম্যাচ খেলা এই মিডফিল্ডারের সঙ্গে মায়ামির চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে।
স্পেন ও বার্সেলোনার হয়ে বুসকেটস পেশাদার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় সময় কাটিয়েছেন। তার বিস্ময়কর এই ক্যারিয়ারে কেবল কাতালানদের হয়ে খেলেছেন ৭২২ ম্যাচ, ওই সময়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ৯টি লা লিগা। এ ছাড়া স্পেন জাতীয় দলে খেলেছেন ১৪৩ ম্যাচ। ২০১০ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন বুসকেটস।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর জিতেছেন লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড। এমএলএস কাপে মায়ামির নিয়মিত মৌসুমে আরও ৫ ম্যাচ বাকি। এই মুহূর্তে তাদের চোখ প্রথম এই টুর্নামেন্ট জয়ের দিকে। শীর্ষে থাকা দুই দলের তুলনায় ২ ম্যাচ কম খেলে এই মুহূর্তে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে মায়ামি।