আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে মণ্ডপ ও আশপাশের এলাকায় মশক নিধনে বিশেষ ফগিং কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় মণ্ডপ ও আশপাশের এলাকায় মশক নিধনে বিশেষ ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএনসিসির মশক নিধন কর্মী সাইদুল ইসলাম বলেন, ডিএনসিসির ৩৭ নম্বর ওয়ার্ড অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির-পাচঁ তলা বাজার, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, আফতাবনগর ও নিমতলী মন্দির, টেকপাড়ায় আসন্ন সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট মণ্ডপ ও উক্ত এলাকায় বিশেষ ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মশক নিধন কর্মীরা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুসরণ করে আমরা প্রতিটি অঞ্চলের পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় আমরা মশক নিধনে বিশেষ ফগিং কার্যক্রম পরিচালনা করছি।