কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্য জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নীচতলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

কিশোরগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত , কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: মোরশেদ আলম,জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো:ইকবাল হোসেন,জেলা সিনিয়র তথ্য অফিসার মো: সাইফুল ইসলাম, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাও মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও আজিজুল হক।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান ও হিসাব রক্ষক কাম ফিল্ড সুপার ভাইজার শফিকুল আলম সারওয়ারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রশিক্ষিত ইমাম মাও নজরুল ইসলাম, ইফার মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক।
এ সময় বক্তারা সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি পৃথক ব্যালটে ‘জুলাই সনদ’ ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে তাদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করার বিষয়ে জানানো হয়। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তারা গণভোটের প্রচারণায় ইমামদের গুরুত্ব তুলে ধরে জনসাধারণের মধ্যে প্রচারণার অনুরোধ জানান।
পরে দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাও হেলাল উদ্দিন।
এ ইমাম সম্মেলনে জেলার সাত শতাধিক মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















