ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

দুমকিতে নির্মাণাধীন হাসপাতালের উদ্বোধনী নামফলক অপসারণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে স্থানীয় জনতার আপত্তির মুখে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের একটি উদ্বোধনী নামফলক খুলে ফেলা হয়েছে। শুক্রবার রাতের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে নামফলকটি পুনরায় লাগানো হয় এবং আজ শনিবার ২৪ জানুয়ারি সকালে তা অপসারণ করা হয়।
জানা গেছে, ২০২৪ সালে তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদ হাওলাদার ভবনটির উদ্বোধন করেন। তবে গত শুক্রবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ নামফলকটি পুনরায় স্থাপন করলে স্থানীয় জনতার মধ্যে অসন্তোষ দেখা দেয়।
খবর পেয়ে উপজেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীনের কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান।

তারা দ্রুত নামফলক অপসারণের দাবি করেন এবং তা না হলে বিক্ষুব্ধ জনতা নিজেরাই নামফলক ভেঙে ফেলতে পারে বলে সতর্ক করেন।
পরবর্তীতে টিএইচএ’র নির্দেশে নামফলকটি খুলে ফেলা হয়। এ সময় উপস্থিত যুবদল নেতা সৈয়দ নান্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৪ সালে হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদার ছিলেন বরিশালের আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার। বর্তমানে ভবনের কাজ বন্ধ রয়েছে এবং সংশ্লিষ্টরা পলাতক অবস্থায় আছেন। এমন পরিস্থিতিতে ২০২৬ সালে রাতের আঁধারে পুরোনো নামফলক লাগানো প্রশ্নবিদ্ধ।
এব্যাপারে দুমকি উপজেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে। এটি এখন নির্বাচনী সময়, ভবিষ্যতে কার নামফলক থাকবে, তা সময়ই নির্ধারণ করবে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে নির্মাণাধীন হাসপাতালের উদ্বোধনী নামফলক অপসারণ

প্রকাশিত : ০৬:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে স্থানীয় জনতার আপত্তির মুখে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের একটি উদ্বোধনী নামফলক খুলে ফেলা হয়েছে। শুক্রবার রাতের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে নামফলকটি পুনরায় লাগানো হয় এবং আজ শনিবার ২৪ জানুয়ারি সকালে তা অপসারণ করা হয়।
জানা গেছে, ২০২৪ সালে তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদ হাওলাদার ভবনটির উদ্বোধন করেন। তবে গত শুক্রবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ নামফলকটি পুনরায় স্থাপন করলে স্থানীয় জনতার মধ্যে অসন্তোষ দেখা দেয়।
খবর পেয়ে উপজেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীনের কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান।

তারা দ্রুত নামফলক অপসারণের দাবি করেন এবং তা না হলে বিক্ষুব্ধ জনতা নিজেরাই নামফলক ভেঙে ফেলতে পারে বলে সতর্ক করেন।
পরবর্তীতে টিএইচএ’র নির্দেশে নামফলকটি খুলে ফেলা হয়। এ সময় উপস্থিত যুবদল নেতা সৈয়দ নান্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৪ সালে হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদার ছিলেন বরিশালের আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার। বর্তমানে ভবনের কাজ বন্ধ রয়েছে এবং সংশ্লিষ্টরা পলাতক অবস্থায় আছেন। এমন পরিস্থিতিতে ২০২৬ সালে রাতের আঁধারে পুরোনো নামফলক লাগানো প্রশ্নবিদ্ধ।
এব্যাপারে দুমকি উপজেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে। এটি এখন নির্বাচনী সময়, ভবিষ্যতে কার নামফলক থাকবে, তা সময়ই নির্ধারণ করবে।