ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বরিশালে মহাসড়কে অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের গৌরনদী সরকারি কলেজ গেটের সামনে ময়লার ভাগাড়কে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে তাই কলেজ গেটের পাশে থাকা ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

শিক্ষার্থীদের এই বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পৌর এলাকার যাবতীয় ময়লা কলেজ ক্যাম্পাসের পাশে ফেলে ভাগাড় তৈরি করেছে পৌর কর্তৃপক্ষ। ভাগারের দুর্গন্ধে কলেজ শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে কলেজ ক্যাম্পাসের পাশে ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হন শিক্ষার্থীরা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, কলেজের সামনে ময়লার ভাগাড় স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, কলেজ গেট থেকে দ্রুত ময়লা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে কেউ যেন ময়লা না ফেলে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। পৌরবাসীর সুবিধার জন্য ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

কার্গো ভবনের আগুনে ডাচ বাংলা চেম্বার অব কমার্সের প্রতিক্রিয়া

বরিশালে মহাসড়কে অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ

প্রকাশিত : ০৮:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের গৌরনদী সরকারি কলেজ গেটের সামনে ময়লার ভাগাড়কে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে তাই কলেজ গেটের পাশে থাকা ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

শিক্ষার্থীদের এই বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পৌর এলাকার যাবতীয় ময়লা কলেজ ক্যাম্পাসের পাশে ফেলে ভাগাড় তৈরি করেছে পৌর কর্তৃপক্ষ। ভাগারের দুর্গন্ধে কলেজ শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে কলেজ ক্যাম্পাসের পাশে ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হন শিক্ষার্থীরা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, কলেজের সামনে ময়লার ভাগাড় স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, কলেজ গেট থেকে দ্রুত ময়লা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে কেউ যেন ময়লা না ফেলে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। পৌরবাসীর সুবিধার জন্য ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।