ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পটুয়াখালীতে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি বিষয়ক আলোচনা সভায় জেলার চারটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোঃ শহিদ হোসেন চৌধুরী।

সভায় পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা নির্বাচন কর্মকর্তা ওহীদুজ্জামান মুন্সিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতীক বরাদ্দ অনুযায়ী পটুয়াখালী-১ আসনে বিএনপি জোট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর ওহাব মিনার ঈগল, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ ফিরোজ আলম হাতপাখা, জাসদের প্রার্থী গৌতম চন্দ্র শীল মোটরগাড়ি (কার), জাতীয় পার্টির প্রার্থী আঃ মান্নান লাঙ্গল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম ট্রাক প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-২ আসনে বিএনপি জোট প্রার্থী সহিদুল আলম তালুকদার ধানের শীষ, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মালেক হোসেন হাতপাখা, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মোঃ রুহুল আমিন ঈগল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ হাবিবুর রহমান ট্রাক প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর ট্রাক, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মুহম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আবু বকর সিদ্দিক হাতপাখা প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-৪ আসনে বিএনপি জোট প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান হাতপাখা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ রবিউল হাসান ট্রাক প্রতীক পেয়েছেন।

নির্বাচনী প্রচারণাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকবেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

জনপ্রিয় সংবাদ

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবীতে বরিশালে ছাত্রফন্টের সমাবেশ

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পটুয়াখালীতে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা

প্রকাশিত : ০৫:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

পটুয়াখালী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি বিষয়ক আলোচনা সভায় জেলার চারটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোঃ শহিদ হোসেন চৌধুরী।

সভায় পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা নির্বাচন কর্মকর্তা ওহীদুজ্জামান মুন্সিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতীক বরাদ্দ অনুযায়ী পটুয়াখালী-১ আসনে বিএনপি জোট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর ওহাব মিনার ঈগল, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ ফিরোজ আলম হাতপাখা, জাসদের প্রার্থী গৌতম চন্দ্র শীল মোটরগাড়ি (কার), জাতীয় পার্টির প্রার্থী আঃ মান্নান লাঙ্গল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম ট্রাক প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-২ আসনে বিএনপি জোট প্রার্থী সহিদুল আলম তালুকদার ধানের শীষ, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মালেক হোসেন হাতপাখা, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মোঃ রুহুল আমিন ঈগল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ হাবিবুর রহমান ট্রাক প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর ট্রাক, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মুহম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আবু বকর সিদ্দিক হাতপাখা প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-৪ আসনে বিএনপি জোট প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান হাতপাখা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ রবিউল হাসান ট্রাক প্রতীক পেয়েছেন।

নির্বাচনী প্রচারণাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকবেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।