বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশাল বাকেরগঞ্জ ফরিদপুর ইউনিয়নে লাইসেন্সবিহীন অবৈধ ৬ টি ইটের ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনও থানা পুলিশের সার্বিক সহযোগিতায় । ২১/১/২০২৬ তারিখে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন।

এসময় লাইসেন্সবিহীন ৬ টিঅবৈধ ইটের ভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় তার মধ্যে রয়েছে (ওয়ান স্টার, সেভেন স্টার, টু এ স্টার, স্টার টু, এম এম বি, এশিয়া) মোবাইল কোর্টের মাধ্যমে এদের জরিমানা করা হয়। নিষিদ্ধ চিমটিভেঙে ফেলা হয় এবং অবৈধ ইট নষ্ট করে দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইনে ২০১৩ধারা, ১৫(১)ক, ১৫(১)খ ৬ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করেন তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। অবৈধ ইটের ভাটায় প্রতি কোন প্রকারের শীতিলতা দেখানো হবে না বলে তিনি সতর্ক করেন।

ডেস্ক রিপোর্ট 






















