ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

তামিল সিনেমার দুই তারকা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

তামিল সিনেমার দুই তারকা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলা হবে, এমন হুমকি এসেছে ভারতের চেন্নাই পুলিশের কাছে। একইসঙ্গে সেখানকার এক রাজনীতিবিদের বাড়িও বোমায় উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দুই তারকার বাড়িতে চলেছে পুলিশি তৎপরতা; শহরজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

রোববার সকালে তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তাদের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। ইমেইল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড রজনীকান্ত, ধানুশ ও ওই রাজনীতিকের বাড়ি তল্লাশি চালায়। কয়েক ঘণ্টা তল্লাশি শেষে পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, এটি ছিল একটি ভুয়া হুমকি।

এর আগে অক্টোবরে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস. ভি. শেখর এবং সুরকার ইলাইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি এসেছিল— যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

এদিকে অক্টোবরের শুরুতে অভিনেতা বিজয়ের বাড়িতেও এমন বোমা হুমকির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্ত কর্মকর্তাদের মতে, এসব ইমেইল ও ফোনকলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

চেন্নাই পুলিশ জানিয়েছে, ডিজিপি অফিস ও গ্রেটার চেন্নাই সিটি পুলিশের যৌথ তদন্তে হুমকির উৎস শনাক্তের চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত এসব ঘটনার পেছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সংগঠিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

তামিল সিনেমার দুই তারকা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে পুলিশ

প্রকাশিত : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

তামিল সিনেমার দুই তারকা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলা হবে, এমন হুমকি এসেছে ভারতের চেন্নাই পুলিশের কাছে। একইসঙ্গে সেখানকার এক রাজনীতিবিদের বাড়িও বোমায় উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দুই তারকার বাড়িতে চলেছে পুলিশি তৎপরতা; শহরজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

রোববার সকালে তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তাদের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। ইমেইল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড রজনীকান্ত, ধানুশ ও ওই রাজনীতিকের বাড়ি তল্লাশি চালায়। কয়েক ঘণ্টা তল্লাশি শেষে পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, এটি ছিল একটি ভুয়া হুমকি।

এর আগে অক্টোবরে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস. ভি. শেখর এবং সুরকার ইলাইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি এসেছিল— যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

এদিকে অক্টোবরের শুরুতে অভিনেতা বিজয়ের বাড়িতেও এমন বোমা হুমকির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্ত কর্মকর্তাদের মতে, এসব ইমেইল ও ফোনকলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

চেন্নাই পুলিশ জানিয়েছে, ডিজিপি অফিস ও গ্রেটার চেন্নাই সিটি পুলিশের যৌথ তদন্তে হুমকির উৎস শনাক্তের চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত এসব ঘটনার পেছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সংগঠিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।