ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

আফগানিস্তান পেল দুঃসংবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বেশ উন্নতি করেছে আফগানিস্তান। বিশেষ করে ছোট দলের তকমা ঝেড়ে বড় দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে। আফগানদের এমন সাফল্যে অবদান আছে দলটির প্রধান কোচ জোনাথন ট্রটের। এবার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তিনি।

আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে ছিল তারা। আর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি ফাইনালে খেলে আফগানিস্তান। তার অধীনে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জিতেছে আফগানিস্তান।

আফগানদের সফল এই কোচ এবার চাকরি ছাড়ছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন তিনি।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ট্রট বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা অনুপ্রেরণাদায়ক।’

‘আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত, এবং আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব। আমি দলটির এবং আফগান জনগণের আগামীর সাফল্য কামনা করছি।’-যোগ করেন তিনি।

আফগানিস্তান পেল দুঃসংবাদ

প্রকাশিত : ০৮:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বেশ উন্নতি করেছে আফগানিস্তান। বিশেষ করে ছোট দলের তকমা ঝেড়ে বড় দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে। আফগানদের এমন সাফল্যে অবদান আছে দলটির প্রধান কোচ জোনাথন ট্রটের। এবার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তিনি।

আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে ছিল তারা। আর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি ফাইনালে খেলে আফগানিস্তান। তার অধীনে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জিতেছে আফগানিস্তান।

আফগানদের সফল এই কোচ এবার চাকরি ছাড়ছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন তিনি।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ট্রট বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা অনুপ্রেরণাদায়ক।’

‘আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত, এবং আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব। আমি দলটির এবং আফগান জনগণের আগামীর সাফল্য কামনা করছি।’-যোগ করেন তিনি।