ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ঢাকার রমনায় চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঐক্য পরিষদের তীব্র নিন্দা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

ঢাকার রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

রোববার (৯ নভেম্বর) পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চে এবং ৭ নভেম্বর রমনা ক্যাথেড্রাল চার্চে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডকে লঘু করে দেখা হলে তা হবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

দাবি জানিয়ে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন নাশকতামূলক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার রমনায় চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঐক্য পরিষদের তীব্র নিন্দা

প্রকাশিত : ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ঢাকার রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

রোববার (৯ নভেম্বর) পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চে এবং ৭ নভেম্বর রমনা ক্যাথেড্রাল চার্চে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডকে লঘু করে দেখা হলে তা হবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

দাবি জানিয়ে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন নাশকতামূলক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।