ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

জুবাইয়া বিন্তে কবির : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদ পবিপ্রবি কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার। সভা পরিচালনা করেন ড. এবিএম সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রবর্তক এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে এক দূরদর্শী নেতৃত্ব। তিনি দেশ পরিচালনায় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও আত্মমর্যাদার যে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সময়ে তাঁর মতো সাহসী, আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদের বড়ই অভাব উল্লেখ করে তিনি বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞচিত্তে তাঁর অবদান স্মরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুস।
দোয়া ও আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

জুবাইয়া বিন্তে কবির : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদ পবিপ্রবি কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার। সভা পরিচালনা করেন ড. এবিএম সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রবর্তক এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে এক দূরদর্শী নেতৃত্ব। তিনি দেশ পরিচালনায় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও আত্মমর্যাদার যে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সময়ে তাঁর মতো সাহসী, আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদের বড়ই অভাব উল্লেখ করে তিনি বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞচিত্তে তাঁর অবদান স্মরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুস।
দোয়া ও আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।